উপরের দুটি যৌগ যথাক্রমে হলো আয়রন ও ফ্লোরিন . এখানে আয়রন রঙ্গিন যৌগ তৈরিতে ব্যবহার করা হয়, কারণ আয়রন অবস্থান্তর মৌল, আমরা জানি পর্যায় সারণির যেসব ডি ব্লক মৌলের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 9 টি ইলেকট্রন থাকে তারা রঙিন যৌগ গঠন করে, সে হিসেবে আয়রনের ডি অরবিটালে 6 টি ইলেকট্রন রয়েছে , সুতরাং আয়রন একটি অবস্থান্তর মৌল, তাই আয়রন রঙিন যৌগ গঠন করে.
অন্যদিকে ফ্লোরিন হলো পর্যায় সারণির গ্রুপ 17 এর মৌল, গ্রুপ 17 মৌলগুলো হ্যালোজেন মৌল বলে, এরা তীব্র তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট মৌল, তাই এরা রঙিন যৌগ গঠন করে না.
0 comments:
Post a Comment