Recent Post
Loading...

জৈব যৌগের নামকরণ-৩

 শিখনফল: IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরন করতে পারবে।



আগের পর্বগুলোতে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের নামকরণ শিখেছি। যেমন-


যৌগটির দীর্ঘতম শিকলে  ৫টি  পরমাণু, ক্ষুদ্রতম দিক থেকে ২ নং অবস্থানে শাখা হিসেবে একটি মিথাইল মূলক, আর কার্বন-কার্বন একক বন্ধন এই বিষয়গুলি হিসেব করে আমারা এখন বলতে পারি যৌগটির নাম ২-মিথাইলপেন্টেন।

এখন এই নামের প্রতিটি অংশ লক্ষ্য করি।

  • ২ এই সংখ্যাটি দীর্ঘতম শিকলে শাখা বা কার্যকরী মূলকের অবস্থান নির্দেশক সংখ্যা।
  • মিথাইল-এটি মূল হাইড্রোকার্বন শিকলে শাখায় যুক্ত অ্যালকাইল মূলকের নাম। এটিকে উপপদ (prefix) বলে।
  • পেন্ট-মূল হাইড্রোকার্বন শিকলে কার্বনের সংখ্যা। এটি শব্ধ মূল বা (word root)
  • এন-এটি যৌগের প্রকৃতি অনুযায়ী যুক্ত হওয়া পরপদ (suffix)

আগের পর্বের নিয়মগুলো অনুশীলন করে এবং নিচের ছকে দেওয়া যৌগের প্রকৃতি তথা কার্যকরী মূলক অনুযায়ী prefix ও suffix এর নাম বসিয়ে পরবর্তী পর্ব গুলোতে আমরা অন্যান্য জৈব যৌগের নামকরণ শিখব।

group name
structure
prefix
suffix
alkane 
-H3C-CH3-

ane (-এন)
alkene 

-ene    (-ইন)
alkyne 

           
-yne (-আইন
alcohol
R-OH 
hydroxy (হাইড্রোক্সি
-ol (-অল)
aldehyde
R-CHO
oxo- (formyl) অক্সো (-ফরমাইল)
-al (অ্যাল)
ketone
R-CO-R
oxo-              (অক্সো)  
-one (ওন)
carboxylic acid
R-COOH
carboxy-         কার্বোক্সি
-oic acid (-ওয়িক এসিড)
amine
R-N= (-NH2)
amino- (অ্যামিনো)
-amine (-অ্যামিন)
alkyl
R= -CH3, -CH2CH3, ইত্যাদি
alkyl- (অ্যালকাইল)

CH3-
methyl- (মিথাইল)

CH3CH2-
ethyl- (ইথাইল)



isopropyl-


tert-butyl or t-butyl

alkoxy
R-O-
alkoxy- (অ্যালকোক্সি)

halogen
F-
fluoro- (ফ্লুরো)

Cl-
chloro- (ক্লোরো

Br-
bromo- (ব্রোমো)

I-
iodo- (আয়োডো)

nitro
NO2-
nitro- (নাইট্রো)

vinyl
CH2=CH-
vinyl- (ভিনাইল)

allyl
CH2=CH-CH2-
allyl- (অ্যালাইল)

phenyl

phenyl- (ফিনাইল)



নামকরণ করার চেষ্টা কর:

0 comments:

Post a Comment