এসিড/ক্ষার চেনার কয়েকটি উপায় আছে তার মাঝে একটি জনপ্রিয় উপায় হচ্ছে ধাতু এবং অধাতু মনে রাখা।
ধাতুর সাথে H/O/OH- এইসব যোগ হয়ে ক্ষার উৎপন্ন করে।
NaOH/KH/MgO এইসব হচ্ছে ক্ষার।
আবার অধাতুর সাথে H/O/OH- এইসব যোগ হয়ে এসিড উৎপন্ন করে।
HCL/CO²/HBrO এইসব হচ্ছে এসিড।
0 comments:
Post a Comment