Recent Post
Loading...

FeSO4-এ কেন্দ্রীয় মৌল 'Fe' কেন?



কোনো যৌগের মধ্যে যে পরমাণুর জারণ সংখ্যা বেশি সেই পরমাণু টি হলো ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু বা মৌল।

কেন্দ্রীয় পরমাণু মূলত যৌগের সংকেতের মধ্যে বিদ্যমান থাকে।যেমন : FeSO4 বা ফেরাস সালফেট এর সংকেত থেকে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে বলে,তবে সংকেতটির পরমাণুর জারণ সংখ্যা বের করে দেখতে হবে।

ফেরাস সালফেট এর Oxygen এর জারণ মান -২

Ferrum এর জারণ মান +২

Sulphur এর জারণ মান আসুন বের করি। Let, জারণ মান of Sulphur is x. FeSO4 যৌগের নিষ্ক্রিয় অবস্থায় জারণ মান ০।

তাই,

2 + (x) + ( -2 × 4) = 0

So, x = -6

দেখা যাচ্ছে যে, Fe এর জারণ মান সবচেয়ে বেশি। তাই, Fe হবে এই যৌগের কেন্দ্রীয় পরমাণু।

0 comments:

Post a Comment