Recent Post
Loading...

এক মোল জলে ইলেকট্রন-এর সংখ্যা কত? Cacl2-এর জলীয় দ্রবণে উৎপন্ন Cl- আয়নের সংখ্যা কত? 'CH3COOH'-এর মানে কী?

এক অণু জলে ইলেকট্রন ১০ টি। ১ মোল= ৬.০২৩×১০^২৩ টি অণু। সুতরাং এক মোল জলে ইলেকট্রন ৬.০২৩×১০^২৩ × ১০= ৬.০২৩×১০^২৪ টি।


Cacl2-এর জলীয় দ্রবণে উৎপন্ন Cl- আয়নের সংখ্যা কত?

CaCl2 এর জলীয় দ্রবণে Cl- আয়নের সংখ্যা ২ টি। জলীয় দ্রবণে CaCl2 এর বিয়োজন বিক্রিয়া নিম্নরুপ:

CaCl2 = Ca2+ ও 2Cl-


'CH3COOH'-এর মানে কী?

ইথানয়িক এসিড বা ভিনেগারের সংকেত।

0 comments:

Post a Comment