Fe কীভাবে ২ ও ৩ যোজনী প্রকাশ করে?

 Fe এর পারমাণবিক সংখ্যা ২৬। সাধারণ অবস্থায় Fe এর ইলেকট্রনবিন্যাস লক্ষ করলে দেখা যায় এর শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন থাকে।এরা এই ২টি ইলেকট্রন ত্যাগ করে বন্ধন গঠন করে। তখন এর যোজনী হয় ২। কিন্তু উত্তেজিত অবস্থায় Fe এর সর্বশেষ কক্ষপথে ৩টি ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে এরা ৩টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয়। তখন এর যোজনী ৩ হয়। এভাবে Fe এর যোজনী ২ ও ৩ হয়।

0 comments:

Post a Comment