[1] নাইট্রোজেনকে অ্যাজোট মৌল বলা হয় কেন তা জানতে হলে অন্তত কয়েক শতাব্দী পিছিয়ে যেতে হবে।
সালটি ছিল ১৭৭২,
সুইজারল্যান্ডের একজন রসায়নবিদ ডেনিয়েল রাদারফোর্ড
[2] সর্বপ্রথম নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন ।
তবে তখনো গ্যাসটির নামকরণ করা হয়নি।
নাইট্রিক এসিড ও নাইট্রেট এ উক্ত গ্যাসটির উপস্থিতির কারণে ফ্রান্সের রসায়নবিদ Jean-Antoine Chaptal এর নাম দেন nitrogène অর্থ্যাৎ নাইট্রোজেন।
কিন্তু বিখ্যাত রসায়নবিদ Antoine Lavoisier, যিনি অক্সিজেন ও হাইড্রোজেনের নামকরণ করেন, তিনি এই গ্যাসটির নাম দেন azote.
Azote শব্দটির অর্থ প্রাণহীন। আর, নাইট্রোজেন একটি গ্যাস যা একটি অজৈব যৌগ। এর প্রাণ নেই।
এক কথায় বলতে গেলে নাইট্রোজেনের অপর একটি নাম হলো অ্যাজোট।
তাই, নাইট্রোজেনকে অ্যাজোট মৌল বলা হয়।
0 comments:
Post a Comment