Recent Post
Loading...

মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়?

 মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়।আর যৌগের ক্ষুদ্রতম কণাকে আণু বলে।আবার পরমাণুকে ভাঙলে প্রোটন, ইলেক্ট্রন ও নিউট্রন পাওয়া যায়। কিন্তু সম্প্রতি জানা গেছে প্রোটন, ইলেক্ট্রন ও নিউট্রনকে ও ভাঙা যায়।

0 comments:

Post a Comment