15% NaOH দ্রবন মানে হলো, 1000ml পানিতে 150g NaOH দ্রবীভূত।
NaOH এর আনবিক ভর = 23+16+1= 40।
150 g NaOH = 150/40= 3.75 mole NaOH.
ঘনমাত্রা(মোলারিটি) মানে আমরা বুঝি, 1L পানিতে কত মোল দ্রব দ্রবীভূত আছে৷
এখানে NaOH দ্রবীভূত আছে 3.75 mole.
সুতরাং এর ঘনমাত্রা 3.75 M.
[বিঃদ্রঃ ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো একক আছে যেমন, মোলারিটি, মোলালিটি, নরমালিটি ইত্যাদি। মোলারিটি একক সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বলে এই এককে উত্তর দেয়ার চেষ্টা করেছি ]
0 comments:
Post a Comment