Recent Post
Loading...

Na আধানবিহীন হলেও Na+ আধানযুক্ত কেন?



কোনো মৌল যখন একক অবস্থায় থাকে তখন চার্জ শুন্য অবস্থায় থাকে।কিন্তু যখন সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে তখন পরমাণু আধান যুক্ত হয়।

ইলেকট্রন দান করে ধনাত্মক আধান যুক্ত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে ঋনাত্নক আধানে পরিনত হয়।

Na এর ইলেকট্রন সংখ্যা ১১ টি।

Na সর্বশেষ শক্তিস্তর থেকে ১ টি ইলেকট্রন দান করে Na+ আয়নে পরিণত হয়েছে।Na যখন Na অবস্থায় থাকে তখন বোঝায় এটি কোনো ইলেকট্রন দান বা গ্রহণ করে নি,অন্যদিকে Na+ অবস্থায় থাকলে বোঝায় একটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে।

এজন্যই Na আধানবিহীন হলেও, Na+ আধানযুক্ত।

0 comments:

Post a Comment