Recent Post
Loading...

কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাস্টিক গলে?



পৃথিবীতে হাজারো রকমের জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ আছে। তার মধ্যে বেশ কয়েক প্রকার জৈব পদার্থকে আমরা প্লাস্টিক বলে জানি। প্লাস্টিক কোনো নির্দিষ্ট একটি পদার্থ নয়। মূলত থার্মোপ্লাস্টিক থেকে প্লাস্টিক নামটি এসেছে। আমরা যে সব বস্তুকে প্লাস্টিক বলে জানি সেগুলো হলো এক ধরনের পলিমার। এই পলিমার উৎপন্ন হয় খনিতে পাওয়া পেট্রোলিয়ামের উপজাত হিসেবে।

সুতরাং আমরা জানলাম প্লাস্টিক অনেক প্রকারের এবং বাজারে যখন তা কোনো পণ্যের আদলে আসে সেটার মধ্যে আরও কিছু পদার্থ মিশ্রিত করা হয়। বিভিন্ন ধরনের প্লাস্টিকের গলনাঙ্ক আলাদা হয়। যেমন:

  • পলিইথিলিন টেরেফথ্যালেট (Polyethylene terephthalate /PET or recyclable 1) এর গলনাঙ্ক ২৫৫ ডিগ্রী সেলসিয়াস।
  • উচ্চ-ঘনত্ব ও নিম্ন ঘনত্বের পলিইথিলিন (High-density and low-density polyethylenes -- HDPE and LDPE, or recyclables 2 and 4) এর গলনাঙ্ক যথাক্রমে ১৩০ ডিগ্রী সেলসিয়াস এবং ১২০ ডিগ্রী সেলসিয়াস।
  • পলিপ্রোপাইলিন (Polypropylene, or recyclable 5) ১২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়।
  • পলিস্টিরিন (polystyrene, recyclable 6 plastic) ১০০ থেকে ১২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়।
  • পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, (Polyvinyl chloride plastics / PVC) যেটা বাসা বাড়িতে বা দৈনন্দিন কাজে আমরা অনেক বেশি ব্যবহার করি, সেটার গলনাঙ্ক ৭০ ডিগ্রী সেলসিয়াস।

এরকম আরও অনেক রকমের প্লাস্টিক পদার্থ আছে যেগুলোর গলনাঙ্ক ভিন্ন ভিন্ন।

0 comments:

Post a Comment