আয়নিক যৌগ।কারন সোডিয়াম (Na) ধাতু আর অক্সিজেন (O) অধাতু।আর আমরা জানি, ধাতু- অধাতু মিলে যৌগ তৈরি করলে তা আয়নিক যৌগ বা একটা ক্যাটায়ন ও একটা অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তা আয়নিক যৌগ। তো Na ক্যাটায়ন আর O অ্যানায়ন।এদের combination( Na2O ) সোডিয়াম অক্সাইড আয়নিক যৌগ। MgO,NaCl ইত্যাদি ও আয়নিক যৌগ। আবার দুটো অধাতব পরমানু ইলেক্ট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তা সমযোজী যৌগ।যেমন -Cl2,O2, N2,S8,P4,Br2,H2,I2,F2 ইত্যাদি।
0 comments:
Post a Comment