Non-Redox বিক্রিয়া : কোন রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনকালে বিক্রিয়ক মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না ঘটলে বিক্রিয়াটিকে নন রেডক্স বিক্রিয়া বলে।
এখন সাভাবিকভাবে একটা প্রশ্ন মনে জাগতেই পারে যে যদি ইলেকট্রনের আদান প্রদান নাই ঘটে তাহলে বিক্রিয়া কিভাবে হয়।
এটা বুঝতে হলে আমাদের নন রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ বুঝতে হবে।
নন রেডক্স বিক্রিয়ার সাধারণত তিন প্রকারের হয়ে থাকে
১. প্রশমন বিক্রিয়া
২. অধঃক্ষেপণ বিক্রিয়া
৩. প্রতিস্থাপন বিক্রিয়া।
১।প্রশমন বিক্রিয়াঃঃ যে রাসায়নিক বিক্রিয়ার অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে অ্যাসিড-ক্ষার বিক্রিয়াও বলে। প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন করে অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপউৎপাদি বিক্রিয়া।
NaOH + HCl = NaCl + H
2
O
২।অধঃক্ষেপণ বিক্রিয়াঃঃ কোন দ্রবণে দুই বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যে উৎপাদ গঠন করে তাদের মধ্যে কোন একটি উৎপাদ যদি অধঃক্ষিপ্ত হয় তবে সেই বিক্রিয়াকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
এক্ষেত্রে দ্রাবকে উৎপাদ যৌগটি পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হয়।
যেমনঃ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এদের মধ্যে সিলভার ক্লোরাইড এর দ্রবণীয়তা পানিতে অত্যন্ত কম হওয়ায় তা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়। অর্থাৎ অধঃক্ষেপ পড়ে।
NaCl(aq) + AgNO₃ (aq) ---------> AgCl (s) + NaNO₃(aq)
৩।প্রতিস্থাপন বিক্রিয়াঃ কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
যেমনঃ সালফিউরিক এসিডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে হাইড্রোজেনের সক্রিয়তা সোডিয়ামের থেকে কম হওয়ায় সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সোডিয়াম সালফেট গঠন করে।
2Na + H₂SO₄ ------> Na₂SO₄ + H₂
দেখা যাচ্ছে যে উপরের তিন প্রকারের বিক্রিয়ার প্রতিটিতেই বিক্রিয়ক পরমাণুর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না। বিক্রিয়ক ও উৎপাদ মৌলের জারণ সংখ্যা একই থাকে।
যদি কোন আয়নের জারন সংখ্যা বিক্রিয়কে এবং উৎপাদের একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে তবে এটা নিশয় বলা যায় যে ইলেকট্রনের আদান প্রদান হয় নি।
কারন জারন মানের পরিবর্তন তখন ই ঘটে যখন ইলেকট্রনের আদান প্রদান হয়।
সুতরাং এটা নিশ্চয়ই বলা যায় নন রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তবুও বিক্রিয়া সংঘটিত হয়।
0 comments:
Post a Comment