Recent Post
Loading...

Zn অবস্থান্তর ধাতু না হয়েও কেন জটিল যৌগ গঠন করে?



Zn(30):1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2

এর d orbital এবং চতুর্থ কক্ষপথের s orbital সম্পূর্ণ হওয়ায় এই মৌলটি অধিক স্থিতিশীল। তাই এই মৌলটি একাধিক জারন মান প্রদর্শন করে না।

অবস্থান্তর মৌলের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এটি পরিবর্তনশীল জারন মান প্রকাশ করবে। Zn এর চতুর্থ কক্ষপথের p অরবিটাল ফাঁকা থাকে। তাই এর সংকরীত অবস্থায় ফাঁকা অরবিটালের সাথে বিভিন্ন অণু সন্নিবেশ সমযোজী যৌগ গঠান করে। Zn এর একটিই জারন মান 2+,এই আয়নের চতুর্থ কক্ষপথের 4s ও 4p সম্পূর্ণই ফাঁকা। সুতরাং, এটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের এই ক্ষমতার জন্যই জটিল যৌগ গঠন সম্ভব হয়।

0 comments:

Post a Comment