ধরে নেই, পরমাণুর ইলেকট্রনগুলো একটি বহুতল ভবনের অধিবাসী। ভবনের নিয়ম হলো প্রথম তলায় দুই জন থাকতে পারবে, দ্বিতীয় তলায় আটজন, তৃতীয় তলায় আঠারো জন, চতুর্থ তলায় বত্রিশ জন, পঞ্চম তলায় পঞ্চাশ থাকতে পারবে। সূত্রটা হলো 2n^2.
এখন Na পরমাণুতে থাকে ১১ জন ইলেকট্রন। সুতরাং প্রথম তলায় দুই জন আর দ্বিতীয় তলায় আটজন থাকার পরে তার ভবনটা তৃতীয় তলা পর্যন্ত তৈরি করতে হয় ১১তম ইলেকট্রনকে জায়গা দিতে।
কিন্তু Na+ আয়নে থাকে ১০ জন ইলেকট্রন। সুতরাং প্রথম তলায় দুই জন আর দ্বিতীয় তলায় আটজন থাকার পরে তার আর তৃতীয় তলা তৈরি করার প্রয়োজন পড়ে নাহ। আর যেহেতু দুই তলা ভবন অবশ্যই তিন তলা ভবন থেকে ছোট হয় তাই, Na পরমাণু অপেক্ষা Na+ এর ব্যাসার্ধ ছোট হয়ে থাকে।
0 comments:
Post a Comment