হুন্ডের নীতি অনুযায়ী Cr(24)-এর ইলেকট্রন বিন্যাস



Cr(24) এর ইলেকট্রন বিন্যাসে 3d অরবিটালে ৫ টি ইলেকট্রন আর 4s অরবিটালে ১ টি ইলেকট্রন থাকে।

কারন টা হচ্ছে অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অত্যাধিক স্থিতিশীলতা অর্জন করে।

আউফ বাউ নীতি মানতে গেলে 3d অরবিটালে ৪ টি ইলেকট্রন আর 4s অরবিটালে ২ টি ইলেকট্রন থাকবে।

আর যদি তা হয় তবে 4s অরবিটাল ২ টা ইলেকট্রন নিয়ে পূর্ণবস্থা হবে এবং স্থিতিশীল হবে।কিন্তু 3d অরবিটালে ৪ টা ইলেকট্রন থাকতে পারবে। এতে এই অরবিটা না পূর্ণ হতে পারে না অর্ধপূর্ণ। তাই এটি স্থিতিশীল হতে পারে না।

তাই যদি আউফ বাউ মানা হয় তবে দুইটা অরবিটালের মধে একটাকে স্থিতিশীল করা যায়।কিন্তু আউফ বাউ থেকে একটি বের হয়ে ভিন্ন পথে হাটলে আমরা দুইটা স্থিতিশীল অরবিটাল পাই।

তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3d তে ৫ টা এবং 4s এ ১ টি ইলেকট্রন নিয়ে বিন্নস্ত হয়।

0 comments:

Post a Comment