Recent Post
Loading...

Mg ও Al-এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি?



কোন পরমানুর সর্ববহিস্থ শক্তিস্তর হতে একটি ইলেক্ট্রনকে অসীম দূরত্বে নিয়ে গিয়ে পরমানুটিকে ধনাত্নক আধানে পরিনত করতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, তাকে আয়নিকরণ শক্তি বলে৷

ম্যাগনেসিয়াম ও এলুমিনিয়াম এর মধ্যে Al এর আয়নিকরন শক্তি বেশি।

কারণ Al পর্যায় সারণীতে একই পর্যায়ে Mg এর ডানে অবস্থিত। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নিকরণ বিভব বৃদ্ধি পায়৷ কারণ সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ তত বৃদ্ধি পাবে, তাই সর্বশেষ শক্তিস্তর তত নিউক্লিয়াসের এর কাছে অবস্থান করবে। পারমানবিক ব্যসার্ধ তত কমে যাবে৷

তখন একটি ইলেক্টন সর্ববহিস্থ শক্তিস্তর থেকে অসীমে নিয়ে যেতেও বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাই, ম্যাগনেসিয়ামের চেয়ে এলুমিনিয়ামের আয়নিকরন বিভব বেশি।

0 comments:

Post a Comment