কোন পরমানুর সর্ববহিস্থ শক্তিস্তর হতে একটি ইলেক্ট্রনকে অসীম দূরত্বে নিয়ে গিয়ে পরমানুটিকে ধনাত্নক আধানে পরিনত করতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, তাকে আয়নিকরণ শক্তি বলে৷
ম্যাগনেসিয়াম ও এলুমিনিয়াম এর মধ্যে Al এর আয়নিকরন শক্তি বেশি।
কারণ Al পর্যায় সারণীতে একই পর্যায়ে Mg এর ডানে অবস্থিত। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নিকরণ বিভব বৃদ্ধি পায়৷ কারণ সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ তত বৃদ্ধি পাবে, তাই সর্বশেষ শক্তিস্তর তত নিউক্লিয়াসের এর কাছে অবস্থান করবে। পারমানবিক ব্যসার্ধ তত কমে যাবে৷
তখন একটি ইলেক্টন সর্ববহিস্থ শক্তিস্তর থেকে অসীমে নিয়ে যেতেও বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাই, ম্যাগনেসিয়ামের চেয়ে এলুমিনিয়ামের আয়নিকরন বিভব বেশি।
0 comments:
Post a Comment