পানিতে ২টি H এবং ১ টি O পরমানু রয়েছে। H এর আবার প্রকৃতিতে তিনটা আইসোটোপ পাওয়া যায়। ডিউটেরিয়াম (2H), ট্রিটিয়াম(3H), প্রোটিয়াম(1H).এদের সবাইকে প্রকৃতিতে পাওয়া যায়। এই পানির সাথে যখন ডিউটেরিয়াম আইসোটোপ যুক্ত হয় তখন এই ভারী পানির অনু পাওয়া যায়। এই পানির অনুকে ভারী বলার কারন হলো এখানে Normal hydrogen থেকে ১টি নিউট্রন বেশি থাকে।
D টা হলো ডিউটেরিয়াম। এটি H এর একটা আইছোটপ। যেটায় একটি প্রটন এটি নিউট্রন ও একটি ইলেকট্রন আছে। একটি ইলেক্ট্রন থাকার দরুন H এর মতো পানির সাথে সমযোজি বন্ধন গঠন করে। তবে বন্ধন গঠন কোন একটু ভিন্ন হতে পারে কেনোনা ডিউটরিয়ামে এটা নিউট্রন আছে, যা প্রটনের তড়িৎ ক্ষেত্রকে প্রভাবিত করে
0 comments:
Post a Comment