Recent Post
Loading...

অ্যামিনো অ্যাসিড-এর পলিমার কী? রাসায়নিকভাবে এটি কীভাবে তৈরি করা যায়?



একটা যৌগে যদি অ্যামিনো গ্রুপ (-NH2) এবং এসিড গ্রুপ উভয়ই থাকে তখন আমরা সেটাকে অ্যামিনো এসিড বলি।

দুইটা অ্যামিনো এসিড পরস্পরের সাথে কনডেনসেশন প্রক্রিয়ায় পলিমার গঠন করে পেপটাইড বন্ধন গঠনের মাধ্যমে।

দুইটি অ্যামিনো এসিড মনোমার পরস্পরের সাথে যুক্ত হবে এক অনু পানি অপসারনের মাধ্যমে। এই পানি তৈরীর একটা H আসবে একটা অ্যামিনো আসিডের অ্যামিন গ্রুপ থেকে এবং -OH গ্রুপ আসবে অপর অ্যামিনো আসিড থেকে।

পানি অপসারনের জন্য যেকোনো নিরুদক ব্যবহার করা যেতে পারে।

0 comments:

Post a Comment