Recent Post
Loading...

অক্সিজেন আগুনকে জ্বলতে সাহায্য করে। কিন্তু সৌরজগতে তো অক্সিজেন নেই, তাহলে সূর্য জ্বলে কিভাবে?



সূর্য হলো একটি বিশাল গ্যাস পিণ্ড। মূল উপাদান হাইড্রোজেন গ্যাস, প্রায় ৭৩ শতাংশ। ২৫ ভাগ হিলিয়াম এবং বাকি ২ শতাংশ হলো অক্সিজেন, নিয়ন সহ আরো কিছু গ্যাস। সূর্যের এই বিপুল পরিমাণ হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির মধ্যে দিয়েই সূর্যের জ্বলন প্রক্রিয়া চলে। একে বৈজ্ঞানিক শব্দে বলা যায় নিউক্লিয় বিক্রিয়া। সূর্য প্রবল বেগে সৌরজগত নিয়ে মহাশূন্যে ঘুরছে। ফলে সূর্যে থাকা গ্যাস কণিকাগুলোর প্রবল ঘর্ষণের ফলে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস কণিকা হিলিয়াম গ্যাস কণিকাতে পরিণত হচ্ছে। অনুপাত হলো ৪ঃ১।

তবে এই প্রক্রিয়ায় কিছু পরিমান বস্তু খোয়া যায়। যেমন, ১০০০ গ্রাম হাইড্রোজেন কণা থেকে ৯৯২ গ্রাম হিলিয়াম তৈরি হয়। এই ব্যয়িত শক্তিই হচ্ছে আলো।

0 comments:

Post a Comment