Recent Post
Loading...

Cu, Ni-এর মধ্যে কোন পরমাণুটি আকারে বড় এবং কেন?



Cu(29):1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1

Ni(28):1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2

Cu ও Ni এর মধ্যে দুটিই d block মৌল হলেও Cu পরমাণুটির আকার ছোট। কপার পরমাণুর ব্যাসার্ধ ১২৮ pm. নিকেল পরমাণু ব্যাসার্ধ ১৬৩ pm.

নিকেলের তড়িৎ ঋণাত্মকতা কপারের চেয়ে কম। কপার =১.৯৫ নিকেল=১.৯১. নিকেল, কপারের মতো তড়িৎ সক্রিয় নয়। এর কারণ, নিকেল ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও তার ডি অরবিটাল ফাঁকা থাকে। তাই,একই পর্যায় হওয়া সত্ত্বেও তড়িৎ ঋণাত্মকতার প্রভাব বেশি দেখা যায়। আর পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা কম হলে ব্যাসার্ধ বেশি হবে। আবার তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে, ব্যাসার্ধ কম হবে

0 comments:

Post a Comment