Recent Post
Loading...

CFC বা ক্লোরোফ্লোরো কার্বন কিভাবে ওজন স্তর ধ্বংস করে?


 

CFC গ্যাসের অন্যতম মূল উপাদান ক্লোরিন(Cl)। ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড(ClO) এবং অক্সিজেন(O

2) উৎপন্ন করে।

Cl + O3= ClO + O2

আবার, যখন ক্লোরিন মনোক্সাইড অক্সিজেন পরমানুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু এবং অক্সিজেন উৎপন্ন হয়।

ClO + O = Cl + O2

এভাবে ক্লোরিন মুক্ত হয়ে নতুন করে নতুন করে আরেকটা ওজোনকে আক্রমণ করে ভেঙে ফেলে। ধারণা করা হয়, প্রতিটি ক্লোরিন পরমাণু অসক্রিয় হওয়ার আগে প্রায় ১ লাখ ওজোন অনুকে ধ্বংস করে।


আমরা জানি ওজন স্ট্রাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অনু

যখন এই স্ট্রাটোস্ফিয়ারে পৌছায় তখন UV রশ্মি দ্বারা ভেঙ্গে ক্লোরিন ফ্রি-র্যাডিকেল গঠন করে। উক্ত ফ্রি-র্যাডিকেল খুবই সক্রিয় হওয়ায় এজনের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করে।

নিম্নে বিক্রিয়া দেখানো হল-

CFCl3(→┴UV ) CFCl2.+ Cl.

Cl.+O3=ClO.+O2

O2(→┴UV )2O.

ClO.+ O.= Cl. + O2

ClO.+ O3= ClO2. + O2

0 comments:

Post a Comment