CFC বা ক্লোরোফ্লোরো কার্বন কিভাবে ওজন স্তর ধ্বংস করে?


 

CFC গ্যাসের অন্যতম মূল উপাদান ক্লোরিন(Cl)। ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড(ClO) এবং অক্সিজেন(O

2) উৎপন্ন করে।

Cl + O3= ClO + O2

আবার, যখন ক্লোরিন মনোক্সাইড অক্সিজেন পরমানুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু এবং অক্সিজেন উৎপন্ন হয়।

ClO + O = Cl + O2

এভাবে ক্লোরিন মুক্ত হয়ে নতুন করে নতুন করে আরেকটা ওজোনকে আক্রমণ করে ভেঙে ফেলে। ধারণা করা হয়, প্রতিটি ক্লোরিন পরমাণু অসক্রিয় হওয়ার আগে প্রায় ১ লাখ ওজোন অনুকে ধ্বংস করে।


আমরা জানি ওজন স্ট্রাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অনু

যখন এই স্ট্রাটোস্ফিয়ারে পৌছায় তখন UV রশ্মি দ্বারা ভেঙ্গে ক্লোরিন ফ্রি-র্যাডিকেল গঠন করে। উক্ত ফ্রি-র্যাডিকেল খুবই সক্রিয় হওয়ায় এজনের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করে।

নিম্নে বিক্রিয়া দেখানো হল-

CFCl3(→┴UV ) CFCl2.+ Cl.

Cl.+O3=ClO.+O2

O2(→┴UV )2O.

ClO.+ O.= Cl. + O2

ClO.+ O3= ClO2. + O2

0 comments:

Post a Comment