Recent Post
Loading...

নোভেল গ্যাস কোনগুলোকে বলা হয়? এবং নোভেল গ্যাস কী?



নিষ্ক্রিয় গ্যাস গুলাকেই নোবেল গ্যাস বলা হয়। কারণ তারা কারো সাথেই স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া করতে চায় না।

নিষ্ক্রিয় গ্যাস বলতে পর্যায় সারণীর ১৮তম শ্রেণীর[১] মৌলগুলোকে বোঝায়। কখনওবা একে অষ্টম শ্রেণী, হিলিয়াম পরিবার বা নিয়ন পরিবার নামে ডাকা হয়। ইংরেজিতে সচরাচর Gas হিসাবে অভিহিত। এই শ্রেণীতে অবস্থিত গ্যাসগুলো রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয়, কারণ এদের পরমাণুর সর্ববহিরস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা পরমাণুর সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান অর্থাৎ ৮টি। এর মধ্যে সুস্থিত ইলেক্ট্রণসমূহ থাকায় অন্য কোন মৌলের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। সাধারণ অবস্থায় এগুলো বর্ণহীন, গন্ধহীন এবং এক পরমাণুক গ্যাস

0 comments:

Post a Comment