আইসোপ্রোপাইল আ্যলকোহল বা IPA (isopropyl alcohol) এর নাম ইদানিং বেশি বেশি শোনা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে এর প্রয়োজনের কারণে।
এটি একটি জৈব যৌগ। IUPAC নিয়মমতে এর নাম প্রপান-২-অল। এর গাঠনিক সঙ্কেত এরকমঃ
ঘরে বসে এই আইসোপ্রোপাইল আ্যলকোহল প্রস্তুত করা যায়না। প্রপিলিনের বিক্রিয়ায় সাধারণত এটি তৈরি করা হয়। এছাড়া এসিটোন থেকেও এটি পাওয়া সম্ভব।
মোট কথা আইসোপ্রোপাইল আ্যলকোহল আপনি বানাতে পারবেন নিচের উপায়ে-
১) প্রপিলিনের সাথে পানি যুক্ত করে- hydration of propylene
ক) indirect
আইসোপ্রোপাইল আ্যলকোহল তৈরির জন্য এটাই প্রথম ব্যবহৃত বিক্রিয়া। প্রপিলিনের সাথে পানি যুক্ত করে এই বিক্রিয়া ঘটানো হয়।
এটি দুই ধাপে ঘটে তাই একে ইনডিরেক্ট মেথড বলা হয়। এর আরেক নাম সালফিউরিক এসিড পদ্ধতি কারণ এতে সালফিউরিক এসিডের ব্যবহার আছে। বিক্রিয়াটি এমন-
খ) direct
প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে প্রপিলিনের সাথে জলীয় বাষ্পের বিক্রিয়া ঘটানো হয়[1] -
৩) প্রভাবকের উপস্থিতিতে এসিটোনের সাথে হাইড্রোজেন যুক্ত করে- catalytic hydrogenation of acetone
এসিটোনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে পারলে আইসোপ্রোপাইল আ্যলকোহল তৈরি হয়। এর জন্য ধাতব প্রভাবকের উপর উচ্চ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন ও এসিটোনের বিক্রিয়া ঘটানো হয়।[2]
এই বিক্রিয়াগুলোই অনুসরন করে শিল্প-কারখানায় অতি প্রচলিত এই দ্রাবক আইপিএ তৈরি করা হয়।
0 comments:
Post a Comment