Recent Post
Loading...

কপার কি অবস্থান্তর মৌল?



যে সকল d ব্লক মৌলের স্থিতিশীল আয়নের d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে (d1- d9) তাদেরকে অবস্থান্তর মৌল বলে Cu→1s*2,2s*2,2p*6,3s*2,3p*6,4s*2,3d*9 এখানে, 3d উপস্তরে 9 টি ইলেকট্রণ তথা উপস্তরটি পূর্ণ নয় ।তাই এ কারনেও Cu অবস্থানান্তর মৌল।

0 comments:

Post a Comment