তড়িৎযোজী বা আয়নিক যৌগে দুটি বিপরীত চার্জ যুক্ত আয়ন পরস্পরের কাছাকাছি আসলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋনাত্বক ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকৃষ্ট করে। ফলে সুষম এ ইলেকট্রন মেঘ একটু বিকৃত হয়ে ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয় এবং দুটি নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে কিছুটা পরিব্যপ্ত হয়। ইলেকট্রন মেঘের এই আংশিক স্থানান্তরকে পোলারায়ন বলে।ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃত করার এই ঘটনাকে পোলারায়ন বলে।
0 comments:
Post a Comment