Recent Post
Loading...

বোরন নাইট্রাইড পানিতে অদ্রবণীয় কেন?



BN/বোরন নাইট্রাইড ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠিত হয় অর্থাৎ BN একটি সমযোজী যৌগ। বোরন ও নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা প্রায় সমান। এজন্য BN যৌগটি একটি অপোলার সমযোজী যৌগ। অপর দিকে, হাইড্রোজেন ও অক্সিজেন ইলেকট্রন শেয়ারিংএর মাধ্যমে পানির অণু গঠন করে। কিন্ত হাইড্রোজেন ও অক্সিজেনের তড়িৎঋণাত্মকতার পার্থক্যের কারণে ইহা পোলার । সাধারণত পোলার যৌগ পোলার দ্রাবকে এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। বোরন নাইট্রাইড অপোলার এবং পানি পোলার, তাই বোরন নাইট্রাইড পানিতে দ্রবণীয় হবে না।

0 comments:

Post a Comment