Recent Post
Loading...

অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লধর্মী কেন?

Al2O3 শুধুমাত্র অম্লধর্মী অক্সাইড নয়, এটি একটি উভধর্মী অক্সাইড!

ধাতুর যে সকল অক্সাইড এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।

অ্যালুমিনিয়াম অক্সাইড(Al2O3) কস্টিক সোডার (NaOH) সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন করে।

Al2O3+2NaOH2NaAl2+H2O

আবার, Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক এসিড বা HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।




দেখুন যেকোন অক্সাইড অম্লধর্মী না ক্ষারধর্মী তা বুঝার জন্য আমরা দুইটা উপায়ে কাজ করি

  1. উক্ত অক্সাইডের সাথে এসিড বা ক্ষার বিক্রিয়া করে দেখতে হবে অক্সাইড কার সাথে বিক্রিয়া করে। অক্সাইড টি যদি অম্লীয় হয় তবে সে ক্ষারের সাথে বিক্রিয়ায় লবন পানি উৎপন্ন করবে। আর যদি অক্সাইড টি ক্ষারীয় হয় তবে তা অম্লের সাথে বিক্রিয়ায় লবন পানি উৎপন্ন করবে।
  2. উক্ত অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করতে হবে। পানির সাথে বিক্রিয়ায় যদি উৎপাদে শুধু অম্ল উৎপন্ন হলে অক্সাইড টি অম্লীয় অথবা শুধু ক্ষার উৎপন্ন হয় তাহলে অক্সাইড টি ক্ষারীয়। আবার যদি উৎপাদে অম্ল এবং ক্ষার দুইটাই উৎপন্ন হয় তাহলে দেখতে হবে অম্ল এবং ক্ষারের মধ্যে কোনটি শক্তিশালী। যদি অম্ল শক্তিশালী হয় তাহলে অক্সাইড টি অম্লীয় আর যদি ক্ষার শক্তিশালী হয় তাহলে অক্সাইড টি ক্ষারীয়।

এই দুই পদ্ধতির যেকোন একটা ব্যবহার করেই বলা যায় এলোমিনিয়াম অক্সাইড টি অম্লীয় না ক্ষারীয়। 

1 comment: