ন্যাপথলিনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কী হয়?



ন্যাপথলিন এর সাথে নাইট্রিক অ্যাসিড(HNO3) এবং সালফিউরিক অ্যাসিডের(H2SO4) বিক্রিয়া হল ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া।

ন্যাপথলিন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথেই বিক্রিয়া করে 1-নাইট্রোন্যাপথলিন এবং 2-নাইট্রোন্যাপথলিন উৎপন্ন করে।

এবং ন্যাপথলিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় 1-ন্যাপথলিনসালফোনিক অ্যাসিড ও 2-ন্যাপথলিনসালফোনিক অ্যাসিড উৎপন্ন করে।

এছাড়া পিকরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় ন্যাপথলিন ন্যাপথলিন পিকরেট তৈরি করে।

0 comments:

Post a Comment