অ্যালকেন -
- পরীক্ষাগারে সাধারণত কার্বোক্সিলিক এসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের (NaOH+CaO) মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করে অ্যলকেন প্রস্তুত করা হয়।
- ডিকার্বোক্সিলেশন দ্বারা কার্বোক্সিলিক এসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের (NaOH+CaO)মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে অ্যলকেন পাওয়া যায়।
আলকিন -
- অ্যালকোহলের নিরুদন বিভিন্ন নিরুদক (গাঢ় H2SO4 , Al2O3, H3PO4 প্রভৃতি) দ্বারা অ্যালকোহলকে নিরুদিত করলে অ্যালকিন পাওয়া যায়।
- অধিকতর বিশুদ্ধ ইথিন প্রস্তুতির জন্য গাঢ় H2SO4 এর পরিবর্তে গাঢ় H3PO4 ব্যবহার করা হয়-
অ্যালকাইন থেকে Pd এবং BaSO4 এর উপস্থিতিতে H2 দ্বারা ইথাইন কে বিজারিত করলে ইথিন উৎপন্ন হয়।
(উৎপন্ন ইথিন যাতে পুনরায় বিজারিত হয়ে ইথেনে পরিণত হতে না পারে তাই ইথানের বিজারণ নিয়ন্ত্রন করার জন্য BaSO4 যুক্ত Pd প্রভাবক ব্যবহার করা হয়।)
অ্যালকাইল -
- পরীক্ষাগারে সাধারণ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড (CaC2) এর উপর পানি যোগ করলে ক্যালসিয়াম কার্বাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে ইথাইন গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়।
CaC2+2H2O⟶H−C≡C−H+Ca(OH)2
- লঘু H2SO4-এ দ্রবীভূত 2%মারকিউরিক সারফেটের উপস্থিতিতে 600-750C তাপমাত্রায় পানির সঙ্গে অ্যালকাইন যুক্ত হয়ে কার্বানাইল যৌগ গঠন করে।
অ্যালকোহল , আ্যলডিহাইড ও জৈব এসিড প্রস্তুতি
পেট্রোলিয়ামের প্রধান উপাদান হাইড্রোকার্বন (অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন)। হাইড্রোকার্বন থেকে সকল শ্রেণির জৈব যৌগ প্রস্তুত করা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক (H2SO4 ও K2Cr2O7 )দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড/কিটোন এবং পরবর্তীতে জৈব এসিডে পরিণত হয়।
0 comments:
Post a Comment